ব্লগার ওয়েবসাইটে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম

ব্লগিংয়ে মূল আয়ের উৎস হলো গুগল অ্যাডসেন্স সহ বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক। এদিক থেকে আমাদের মতো ক্ষুদ্র ব্লগারদের প্রথম ও প্রধান লক্ষ্য থাকে গুগল অ্যাডসেন্স। একটা সময় ছিলো যখন বাংলা ভাষায় গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিতো না। কিন্তু প্রতিনিয়ত বাংলা ভাষায় ব্লগিং ওয়েবসাইটের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বাংলা ব্লগসাইটে গুগল অ্যাডসেন্স অনুমোদন পাওয়া যায়।

ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম

একটা ব্লগ সাইটের প্রাণ হলো আর্টিকেল। আর আর্টিকেল দেখতে যদি সুন্দর ও গোছানো না হয় তাহলে বেশ বেমানান দেখায়। আর্টিকেলকে সুন্দর করতে প্রয়োজন উপযুক্ত ভাষার মানানসই ফন্ট। আজকের এই আর্টিকেলে আমরা দেখবো ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম

কীভাবে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন

ব্লগারে ওয়েবসাইট বানাতে আমরা যেসব থিম বা টেমপ্লেট ব্যবহার করি সেগুলোর অধিকাংশ থিমেই গুগল ফন্ট ব্যবহার করা হয়। কিন্তু আমরা যারা বাংলা ভাষায় ব্লগিং করতে চাই তারা বেশ মুশকিলে পড়ে যায়।

কারণ থিমের ফন্টগুলো ইংরেজি ভাষার ফন্ট, যা বাংলা লেখায় খুবই খারাপ দেখায়। এজন্যই আপনাদের জানার প্রয়োজন হয় কীভাবে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন।

ব্লগার ওয়েবসাইটে বাংলা ফন্ট যুক্ত করতে হলে আমাদের ওয়েব ফন্ট লাগবে যেখানে ফন্টের প্রয়োজনীয় সকল স্টাইল শীট (Stylesheet) ও সিএসএস (CSS) তৈরি করা থাকে।

নির্দিষ্ট কোনো ফন্ট আপনার ব্লগার সাইটে যুক্ত করতে হলে প্রথমেই সেই ফন্টটটিকে একটা হোস্টিং সার্ভারে আপলোড করতে হবে তারপর সেখানে ফন্টের স্টাইল শীট ও সিএসএস তৈরি করতে হবে। পরবর্তীতে এই এলিমেন্টগুলো ব্যবহার করে ব্লগার ওয়েবসাইটে বাংলা ফন্ট যুক্ত করা যায়।

কিন্তু আপনি এতো সব ঝামেলা এড়িয়ে গিয়ে ফ্রিতে আপনার ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করতে পারবেন। এজন্য আপনাকে গুগল ফন্ট বা মতিন ফন্টের মতো ফ্রি সাইটের এলিমেন্ট ব্যবহার করতে হবে।

এই ওয়েবসাইট দুইটা থেকে আপনি ফ্রিতে বাংলা ফন্টের স্টাইল শীট ও সিএসএস ব্যবহার করতে পারবেন। আমরা নিচে দুইটা ওয়েবসাইট থেকেই ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম দেখাবো।

দুইটা নিয়ম প্রায় একই রকম, আপনি যেকোন একটা ভালোভাবে বুঝতে পারলেই হবে।

ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম (Google Fonts)

এই অংশে আমরা দেখবো গুগল ফন্ট ওয়েবসাইট থেকে কীভাবে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন। এই কাজটি করার আগে অবশ্যই সুরক্ষার জন্য আপনার ওয়েবসাইটে ব্যাকাপ নিয়ে রাখবেন যেন কোনো কিছু ভুল করে ফেললে ওয়েবসাইট ক্র‍্যাশ না করে। তাহলে চলুন দেখে নেয় কীভাবে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন -

ধাপ-১ঃ প্রথমে গুগল ফন্ট ওয়েবসাইটে চলে যান। এরপর আপনি যেই ফন্টটি ব্লগারে যুক্ত করতে চান সেটি সিলেক্ট করুন। আমি এখানে উদাহরণসরূপ হিন্দ শিলিগুড়ি (Hind Siliguri) ফন্টটি নিয়েছি।

ফন্টের বেশ কয়েকটি স্টাইল থাকে, যেমন Light, Regular, Medium, Semi-bold, Bold ইত্যাদি। সবচেয়ে ভালো হয় Regular স্টাইলটা ব্যবহার করলে।

ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম

ধাপ-২ঃ পছন্দ মতো ফন্ট ও ফন্ট স্টাইল সিলেক্ট করা হয়ে গেলে সেই ফন্টের কোডটি কপি করে থিমের <head>....</head> ট্যাগের মধ্যে পেস্ট করতে হবে। এজন্য শুধু ছবিতে মার্ক করা অংশটুকু কপি করলেই হবে।

হেড ট্যাগের মধ্যে পেস্ট করার পর এখানে একটা সংশোধন দরকার। কপিকৃত কোডের "stylesheet" শব্দের পরে একটা স্ল্যাশ (/) চিহ্ন দিতে হবে এবং display ওয়ার্ডের আগে (amp;) লেখাটি লিখতে হবে।

আর এটা না দিলে ওয়েবসাইটের ফন্ট সঠিকভাবে দেখাবে না।

ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার নিয়ম

ধাপ-৩ঃ এই ধাপে ফন্টের CSS কপি করে থিমের মধ্যে পেস্ট করতে হবে। ছবিতে দেখানো @import অপশনে গেলে সিলেক্ট করা ফন্টের সিএসএস কোড দেখতে পাবেন, সেটা কপি করে থিমের <body>...</body> ট্যাগের মধ্যে পেস্ট করতে হবে। আগের মতো এখানেও display লেখার আগে (amp;) লিখতে হবে। 

ধাপ-৪ গুরুত্বপূর্ণ কাজ শেষ। এবার থিমের সম্পূর্ণ কোডকে কপি করে Notepad++ বা MS Word এ পেস্ট করুন। তারপর font-family লিখে সার্চ করুন (CTRL+S)। ফন্ট ফ্যামিলির পাশে Arial বা Roboto লেখা থাকতে পারে। আপনার থিমে যে ফন্টের নাম থাকবে সেটাকে রিপ্লেস করতে হবে।

how to add bangla font in blogger

ধাপ-৫ঃ এবার CTRL+H চেপে রিপ্লেসমেন্ট অপশন আনতে হবে। তারপর Find what বক্সে আপনার থিমের ফন্টের (যেমনঃ Arial, Roboto) নাম লিখুন এবং Replace with বক্সে আপনি যে ফন্টটি ব্লগার সাইটে যুক্ত করতে চাচ্ছেন সেটার নাম (Hind Siliguri) লিখুন। এবার Replace all বাটনে ক্লিক করলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে।

ধাপ-৬ঃ এটা হলো সর্বশেষ ধাপ। এপর্যায়ে সম্পূর্ণ কোডটি কপি করে ব্লগারের ড্যাশবোর্ডে গিয়ে আগের কোড মুছে দিয়ে কপিকৃত কোড পেস্ট করে দিন।

এখন যদি আপনি ওয়েবসাইটটি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন সাইটে বাংলা ফন্ট দেখাচ্ছে। এভাবেই মূলত Google Fonts ব্যবহার করে ব্লগার ওয়েবসাইটে বাংলা ফন্ট যুক্ত করতে হয়।

আরও পড়ুনঃ আকর্ষণীয় আর্টিকেল লেখার উপায়

ব্লগারে কিভাবে বাংলা ফন্ট যুক্ত করবেন (Maateen Fonts)

এই প্রক্রিয়াটা প্রায় অনেকটাই আগের মতোই। এছাড়া মতিন ওয়েবসাইট ব্যবহার করে তুলনামূলক সহজেই ব্লগার সাইটে বাংলা ফন্ট যুক্ত করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপ-১ঃ প্রথমেই মতিন ফন্ট ওয়েবসাইটে চলে যান। এবং বাম পাশের মেনুবার থেকে পছন্দমতো ফন্ট সিলেক্ট কর নিন।

how to add bangla font in blogger

ধাপ-২ঃ ধরুন, আপনি আদর্শ লিপি ফন্টটি ব্লগারে যুক্ত করতে চান। এটি সিলেক্ট করার পরে Standard অপশনের ভেতরে যে কোডটুকু আছে সেটা কপি করে নিন আগের মতো থিমে গিয়ে <head>...</head> ট্যাগের মধ্যে পেস্ট করে দিন।

তবে ''stylesheet'' লেখার পরে একটি স্ল্যাশ (/) চিহ্ন দিতে হবে।

how to add bangla font in blogger

ধাপ-৩ঃ এবার আগে দেখানো উপায়ে CSS কোডটি কপি করে থিমের <body>...</body> ট্যাগের ভেতরে পেস্ট করে দিন।

ধাপ-৪ঃ এখনকার পরবর্তী কাজ উপরে দেখানো ধাপ ৪, ৫, ৬ এর মতো। সম্পুর্ণ কোডটি কপি করে Notepad++ বা MS Word এ পেস্ট করুন এবং ফন্ট ফ্যামিলির নাম রিপ্লেস করুন। রিপ্লেস করা হয়ে গেলে সম্পূর্ণ কোড কপি করে ব্লগার ড্যাশবোর্ডে গিয়ে পেস্ট করে দিলেই হয়ে যাবে।

মূলত এই দুইটি উপায়ে খুব সহজেই ব্লগার ওয়েবসাইটে বাংলা ফন্ট যুক্ত করা যায়। আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছে।

এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা থাকে বা বাংলা ফন্ট শো না করে তাহলে  কমেন্ট করে জানাতে পারেন। আমরা দ্রুত সমাধান জানানোর চেষ্টা করবো।

আরও পড়ুনঃ ব্লগার ওয়েবসাইটের পোস্ট কপি করতে পারবে না কউ।

মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. না, স্পিড কমবে না। তবে কিছু কিছু সময় কাস্টম ফন্ট শো করতে দেরি হতে পারে। এছাড়া আর কোনো সমস্যা নেই।

      ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ❤️

      মুছুন
    2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন