১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন

আজকের আর্টিকেলে স্বাগত সবাইকে! আমরা যারা নতুন স্মার্টফোন কিনতে চাচ্ছি এবং বাজেট ১৫০০০ বা তার আশেপাশে আজকের এই আর্টিকেলটি তাদের জন্য। আজকে আমরা ১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২১ নিয়ে আলোচনা করবো।

১৫০০০ টাকার মধ্যে সেরা ফোন

আজকের সম্পূর্ণ আর্টিকেলটি যদি আপনি পড়েন তাহলে ১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন কোনগুলো সে-সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন আশা করি। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক!

স্মার্টফোন কেনার জন্য ১৫০০০ টাকা হচ্ছে এন্ট্রি লেভেলের বাজেট। এই বাজেটে আপনি খুব বেশি ভালো ফোন অবশ্যই আশা করেন না। তবে দিন দিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো যেভাবে পাল্লা দিয়ে বাজারে ফোন আনছে সেক্ষেত্রে ১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন পাওয়া যাচ্ছে। এই বাজেটে সেরা স্মার্টফোন নির্মাতা ব্র‍্যান্ডগুলো হলো রিয়েলমি, টেকনো, ইনফিনিক্স, শাওমি, ওপপো, ভিভোর মতো চীনা প্রতিষ্ঠান।

আজকে ১৫০০০ টাকার মধ্যে সেরা ফোন এর যে লিস্ট তৈরি করেছি সেটা মিনিমাম কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী বানিয়েছি। সেগুলো হচ্ছে মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য মোটামুটি ভালো একটা ডিসপ্লে থাকতে হবে, ব্যাটারি হতে হবে কমপক্ষে ৪০০০ এমএএইচ, চার্জার হবে ১০ ওয়াটের, মিনিমাম র‍্যাম ৪ জিবি এবং রম ৬৪ জিবি, ইউএসবি টাইপ-সি পোর্ট থাকলে ভালো হয়, ক্যামেরা কোয়ালিটি ভালো হবে ইত্যাদি।

১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন হলো

১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন

Infinix Hot 10s

ইনফিনিক্স ব্র‍্যান্ড মোটামুটি এন্ট্রি লেভেল ও মিড বাজেটের মধ্যে সেরা ফোন তৈরি করে। বাংলাদেশে এই ব্র‍্যান্ডের ফোনের জনপ্রিয়তা দিন বেড়েই চলেছে। ১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন হলো Infinix Hot 10s। এতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G85 ১২ ন্যানোমিটার প্রসেসর, থাকছে ৬.৮২ ইঞ্চির HD+ রেজুলেশনের ডিসপ্লে যা দিয়ে ভালো মতোই মুভি, নাটক ইত্যাদি দেখা যাবে।

বড় কথা ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের এই ফোনটি পাচ্ছেন বাংলাদেশ বাজারে ১৪৫০০ টাকার আশেপাশে। আর এতে ৬০০০ এমএইচ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যা অনেক বেশি এই বাজেটে। তো যারা অল্প-স্বল্প গেমিং করতে চান তারা কিন্তু অনায়াসে এই ফোনটি দিয়ে গেম খেলতে পারবেন। তাই বলা যায় ১৫০০০ টাকার মধ্যে এটি ভালো গেমিং ফোন।

Infinix Hot 10s ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৮২ ইঞ্চি HD+ ডিসপ্লে
  • ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম
  • মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর (অক্টা-কোর)
  • ৬০০০ এমএএইচ ব্যাটারি
  • ১০ ওয়াট ফাস্ট চার্জার
  • ৪৮+২ মেগাপিক্সেল ও এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা
  • মূল্যঃ ১৪,৯৯০ টাকা

১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন

Realme C25s

১৫০০০ টাকার মধ্যে সেরা ও ভালো ফোন হলো এটি। রিয়েলমি সি ২৫ এস ফোনেও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ প্রসেসরটি, এছাড়াও থাকছে 6000 mAh ব্যাটারির সহ 18W এর ফাস্ট চার্জার। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ফোনটির দাম বাংলাদেশের বাজারে ১৫,০০০ টাকার মধ্যে।

আপনারা জানেন যে Mediatek Helio G85 প্রসেসরটি একটা গেমিং প্রসেসর। তাই বলা যায় ১৫০০০ টাকার মধ্যে সেরা গেমিং ফোন হচ্ছে Realme C25s। মাল্টিমিডিয়া উপভোগ করার জন্য এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে।

Realme C25s ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম
  • ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জার
  • ১৩+২+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ
  • মূল্যঃ ১৫,৪৯০ টাকা
১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন

Poco M2 Reloaded

এক সময় Poco M2 ছিলো বাজেট সেরা স্মার্টফোন। কিন্তু ফোনটিতে কিছু সমস্যা থাকার কারণে ফোনটিকে আবার রিব্র‍্যান্ডিং করে লঞ্চ করা হয় Poco M2 Reloaded নামে। এটা ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন। ফোনটিতে ৬.৫৩ ইঞ্চির Full HD+ ডিসপ্লে সহ থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৩।

যেহেতু ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন সেহেতু এটা দিয়ে খুব ভালোভাবেই মাল্টিমিডিয়া উপভোগ করতে পারবেন। এতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G80 প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের এই ফোনটি বাংলাদেশ বাজারে ১৪ হাজার ৫/৬ শত টাকায় পেয়ে যাবেন।

Poco M2 Reloaded ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৫৩ ইঞ্চির Full HD+ ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও জি ৮০ প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জার
  • ১৩+৮+৫+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ
  • মূল্যঃ ১৪,৯৯০ টাকা

১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন

Techno Spark 7 Pro

টেকনো এন্ট্রি লেভেলের মধ্যে ভালো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। ১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন হলো Techno Spark 7 Pro। এই ফোনে থাকছে ৬.৬ ইঞ্চির HD+ ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও জি ৮০ প্রসেসর ও ৬ জিবি র‍্যাম সমৃদ্ধ ফোনটি দিয়ে বেশ ভালো রকম গেমিং করাও যাবে।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর অ্যাপ

এটি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন। ৫০০০ mAh ব্যাটারির সাথে ১০ ওয়াটারের চার্জার পাচ্ছেন ফোনে। আর ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে অসাধারণ ডিজাইন। বাংলাদেশ বাজারে এই ফোনটি ১৪৫০০ টাকায় পেয়ে যাবেন।

Techno Spark 7 Pro ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৬ ইঞ্চির HD+ ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও জি ৮০ প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম
  • ৫০০০ mAh ব্যাটারি ও ১০ ওয়াট চার্জার
  • ৪৮ মেগাপিক্সেল মেইন সহ ট্রিপল ক্যামেরা সেটাপ
  • মূল্যঃ ১৪,৯৯০ টাকা

১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন

Xiaomi Poco M3

১৫০০০ টাকার মধ্যে ভালো ফোন হলো এটি। ফোনটিতে থাকছে ৬.৫৩ ইঞ্চির Full HD+ রেজুলেশনের ডিসপ্লে, Snapdragon 662 প্রসেসর। এছাড়া ৬০০০ mAh ব্যাটারির স্মার্টফোনটি চার্জ করতে দেয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। বাংলাদেশ বাজারে এই ফোনটির ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের ভেরিয়েন্টটি পাওয়া যাবে ১৪,৫০০ টাকা বা তার আশেপাশেই। মোটামুটি অল্প গেমিংও করা যাবে ফোনটি ব্যবহার করে।

Poco M3 ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৫৩ ইঞ্চির Full HD+ ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর (অক্টা-কোর)
  • ৪ জিবি র‍্যাম ও ৪৬ জিবি রম
  • ৬০০০ mAh ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জার
  • ৪৮+২+২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ
  • মূল্যঃ ১৪,৯৯০ টাকা

বর্তমানে বিটিআরসি নির্দেশনা দিয়েছে বাংলাদেশে কোন আন-অফিসিয়াল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। তাই সবাইকে অনুরোধ করবো আন-অফিসিয়াল ফোন না কেনার জন্য। আপনার ফোনটি অফিসিয়াল কি না তা জানতে

অফিসিয়াল বা আন-অফিসিয়াল ফোন চেক করার নিয়ম

  1. ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “KYD <15 Digit EMI Number>” এবং পাঠিয়ে দিন 16002 নম্বরে। ফিরতি মেসেজ আপনাকে জানিয়ে দেয়া হবে ফোনটি অফিসিয়াল কি না।
  2. ফোনের EMI নাম্বার দেখার জন্য ডায়াল প্যাডে *#06# লিখে ডায়াল করলেই ফোনের EMI নাম্বার পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ ২০০০০ টাকার মধ্যে সেরা গেমিং ফোন

মন্তব্যসমূহ