২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো গেমিং স্মার্টফোন

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন। যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন এবং বাজেট ২০০০০ টাকা আজকের আর্টিকেলটি তাদের জন্য। এই আর্টিকেলে দেখাবো ২০০০০ টাকার মধ্যে সেরা ৫টি ফোন।

একই মানের ফোনের মধ্যে তুলনা করা সত্যিই কষ্টদায়ক। তবুও আপনাদেরকে এমন পাঁচটি ফোনের বিষয়ে জানাবো যেগুলোর মধ্যে থেকে যেকোন একটি কিনলে আপনি লাভবান হতে পারেন।

২০০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

আমাদের মধ্যে যাদের বাজেট ২০০০০ টাকা বা তার আশেপাশে তারা এমন ফোনগুলো চায় যেগুলোতে একটা ভালো ক্যামেরা থাকবে, প্রসেসর মোটামুটি চলনসই হবে এবং ভালো পরিমানে একটা স্টোরেজ থাকবে।

এই আর্টিকেলে আমরা যে ২০০০০ টাকার মধ্যে ভালো ফোনগুলো সিলেক্ট করেছি সেগুলোর ক্যামেরা, প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি এবং ডিসপ্লের দিখ বিবেচনা করে সিলেক্ট করেছি।

নিচের ফোনগুলোকে আমরা ২০০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন হিসেবেই বিবেচনা করতে পারি। সবগুলো ফোনের দাম এক না, ১০০০-২০০০ টাকা পর্যন্ত তারতম্য হতে পারে একটা ফোনে থেকে আরেকটি ফোনের না। আপনাদের বাজেট অনুযায়ী সিলেক্ট করে নিবে যে আপনি কোনটি চান। তো চলুন দেখে নেয়, ২০০০০ টাকার মধ্যে ভালো ৫টি ফোন কি কি।

২০০০০ টাকার মধ্যে ভালো ৫টি স্মার্টফোন

Realme Narzo 30

২০০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

২০০০০ টাকা থেকে ৩০০০০/৩৫০০০ টাকার বাজেটের মধ্যে রিয়েলমি কোম্পানি বাংলাদেশে একের পর এক সেরা সেরা ফোন রিলিজ করছে। তারই ধারাবাহিকতায় ২০২১ সালের মে মাসে লঞ্চ করেছে Realme Narzo 30।

বাংলাদেশে রিয়েলমি নারজো ৩০ ফোনের অফিসিয়াল দাম রাখা হয়েছে ১৯,৯৯০ টাকা। তবে আপনি যদি ভালো কোন দোকান থেকে কিনেন তাহলে মোটামুটি ১৮,৫০০ থেকে ১৯,০০০ টাকায় পেয়ে যাবেন এই ফোনটি।

দাম অনুযায়ী ফোনটি গেমিংয়ের জন্য বেশ উপযুক্ত। এতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G95 প্রসেসর। গেমিংয়ের জন্য প্রসেসরটি খুবই ভালো।

এছাড়াও 5000 mAh ব্যাটারির ফোনটি চার্জ হবে 30W এর ফাস্ট চার্জার দিয়ে। আপনার বাজেট যদি ২০,০০০ টাকা হয় এবং আপনি ফাস্ট চার্জার দিয়ে। আপনার বাজেট যদি ২০,০০০ টাকা হয় এবং আপনি গেমিং পছন্দ করেন তাহলে এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন।

Realme Narzo 30 ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে
  • ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ৫০০০ এমএইচ ব্যাটারি
  • ৩০ ওয়াট ফাস্ট চার্জার
  • মিডিয়াটেক হেলিও জি ৯৫ প্রসেসর
  • ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম
আরও পড়ুনঃ কিভাবে 100% Disk usage সমস্যার সমাধান করবেন

Redmi Note 10

২০০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

আপনারা হয়তো জানেন যে মিড বাজেটের মধ্যে সেরা ফোনগুলো তৈরি করে শাওমির রেডমি নোট সিরিজ। রেডমি নোট সিরিজের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

এই সিরিজের সবগুলো ফোন আমাদেরকে নতুন নতুন চমক দেয়। সেরকমই একটি ফোন হলো Redmi Note 10। ২০২১ সালের মার্চ মাসে শাওমি তাদের রেডমি নোট ১০ ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে।

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 প্রসেসর আর সাথে থাকছে ৪ জিবি র‍্যাম যা দিয়ে খুব ভালোভাবেই গেমিং করা যাবে। তাই বলা যায়, ২০০০০ টাকার মধ্যে Redmi Note 10 একটি ভালো গেমিং ফোন।

তাছাড়া আপনার গেমিংয়ের সময় দীর্ঘায়িত করার জন্য থাকছে ৫০০০ এমএইচ ব্যাটারি, যা চার্জ হবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। ফাস্টা চার্জারের ক্ষেত্রে রিয়েলমিই সাধারণত শাওমির থেকে এগিয়ে থাকে।

৪জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের ফোনটির বাংলাদেশ বাজারে অফিসিয়াল দাম রয়েছে ১৯,৯৯০ টাকা। তবে আপনি দরদাম করে কিনতে পারলে ১৯,০০০ টাকায় পেয়ে যাবে রেডমি নোট ১০ ফোনটি। তবে এর ৬জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের একটা ভ্যারিয়েন্টও আছে, যেটার দাম ২২,৯৯০ টাকা।

Redmi Note 10 ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে
  • ৫০ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা
  • কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন
  • ৫০০০ এমএইচ ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জার
  • মিডিয়াটেক হেলিও জি ৮৮ প্রসেসর
  • ৫ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম

Redmi Note 8

২০০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

আমাদের ২০০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের লিস্টের তিন নম্বরে যে ফোনটি রয়েছে সেটিও শাওমি কোম্পানির Redmi সিরেজের Note 8 ফোন। এটি রিলঞ্চ করা একটি ফোন।

২০১৯ সালে প্রথম রেডমি নোট ৮ ও নোট ৮ প্রো ফোন দু'টি লঞ্চ হয়েছিলো। এরপর ব্যাপক সারা পাওয়ার কারণে ২০২১ সালে শাওমি আবার নতুন করে Redmi Note 8 2021 নামে ফোনটি লঞ্চ করে।

এটি সত্যিই এই দামে ভালো একটি ফোন। মোটামুটি গেমিং করা যায় এই ফোনটা দিয়ে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের জি ৮৫ প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম। আর থাকছে ৪০০০ এমএইচ ব্যাটারিকে চার্জ করার জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জার।

বাংলাদেশ বাজারে ফোনটির অফিসিয়াল দাম ১৭,৯৯০ টাকা। কিন্তু দামাদামি করতে পারলে ১৭,৫০০ বা তার নিচেও কিনতে পারবেন ফোনটি। এতে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ছবির কোয়ালিটিও দারুণ।

এই দামের একমাত্র এই ফোনেই ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫, যা সত্যিই আকর্ষণীয় ব্যাপার।

Redmi Note 8 ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে
  • কর্নিং গোরিলা গ্লাস ৫
  • ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ৪০০০ এমএইচ ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জার
  • মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ

Realme 8

২০০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

আমাদের ২০০০০ টাকার মধ্যে ভালো ফোনের চার নম্বরে রয়েছে রিয়েলমির এই ফোনটি। যদিও ফোনটির দাম ২০০০০ টাকার মধ্যে না, তবুও এর কোয়ালিটির কারণে আমরা এই লিস্টে রেখেছে। আগেই বলে রাখি এই ফোনটির অফিসিয়াল দাম বাংলাদেশের বাজারে ২২,৯৯০ টাকা তবে দামাদামি করব কিনতে পারলে ২২০০০ টাকায় পাওয়া যাবে।

এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর জি ৯০। MediaTek G90 প্রসেসরটি গেমিংয়ের জন্য খুবই শক্তিশালী। তাছাড়াও থাকছে ৮ জিবি র‍্যাম। ২২০০০ টাকার মধ্যে গেমিংয়ের জন্য সেরা ফোন হলো Realme 8।

এটা দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সহ পাওয়ারফুল গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন কোন ল্যাগিং ছাড়াই।

Realme 8 ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৪ ইঞ্চি ফুল এইচডি অ সুপার অ্যামোলেড ডিসপ্লে
  • কর্নিং গোরিলা গ্লাস ৫
  • ৫০ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা
  • ৫০০০ এমএইচ ব্যাটারি
  • ৩০ ওয়াট ফাস্ট চার্জার
  • মিডিয়াটেক হেলিও জি ৯০ প্রসেসর
  • ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম

Redmi Note 9


আমাদের ২০০০০ টাকার মধ্যে ভালো পাঁচটি ফোনের তালিকায় শেষ ফোনটি হলো রেডমি নোট ৯। এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয় ২০২০ সালের মে মাসে। তবে এখনো এই ফোনটি র‍্যাঙ্কিংয়ে  মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ থাকছে, যা দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে।

আরও পড়ুনঃ ১৫০০০ টাকার মধ্যে সেরা ৫টি ফোন

Redmi Note 9 ফোনের স্পেসিফিকেশন

  • ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে
  • কর্নিং গোরিলা ক্লাস ৫
  • ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ৫০২০ এমএইচ ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জার
  • মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম

এখানে আমরা ২০০০০ টাকার মধ্যে সেরা ৫টি ফোন নিয়ে কথা বলেছি। এগুলোর মধ্যে প্রত্যেকটিই ভালো কোয়ালিটির ফোন।

তবে প্রতিটির দাম এক নয়। আপনাদের বাজেট অনুযায়ী এগুলোর মধ্য থেকে যেকোন একটি ফোন কিনতে পারেন। তবে কেনার আগে অবশ্যই যাচাই করে নিবেন।

মন্তব্যসমূহ