ব্লকচেইন প্রযুক্তি কী? ব্লকচেইন কিভাবে কাজ করে

ব্লকচেইনের নাম নিশ্চয় শুনেছেন? জানেন কি, যে ব্লকচেইন বিষয়টা আসলে কী? কিভাবে এটি কাজ করে? যদি শুনে না থাকেন বা আংশিক জেনে থাকেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য।

ব্লকচেইন প্রযুক্তি কি? ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত

যে যেখান থেকে আজকে আমাদের এই আর্টিকেলটি পড়ছেন আশা করি সকলেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য আছেন। সকলের মঙ্গল কামনা করে আজকের আর্টিকেলটি শুরু করছি।

ব্লকচেইন প্রযুক্তি কী?

ব্লকচেইন হলো মূলত তথ্য সংরক্ষনের এমন একটি পদ্ধতি, যে পদ্ধতিতে সংরক্ষিত তথ্য নষ্ট, বিকৃতি ঘটানো বা চুরি করা প্রায় অসম্ভব। আজ পর্যন্ত পৃথিবীতে যত ধরনের তথ্য সংরক্ষণের পদ্ধতি আবিস্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ তথ্য সংরক্ষণ পদ্ধতি হলো ব্লকচেইন। ব্লকচেইন একটি নেটওয়ার্কের মতো। ব্লকচেইন শব্দটি ভাঙলে দু'টি শব্দ পাওয়া যায়। একটি ব্লক আর অন্যটি চেইন। ব্লক চেইনকে সহজভাবে বলতে গেলে, এটি একটি শেকলের মতো। অনেকগুলো ব্লক মিলে একটি ব্লকচেইন নেটওয়ার্ক তৈরি হয়। প্রত্যেকটি ব্লক ডেটা বা তথ্য দিয়ে তৈরি হয়।

আরো পড়ুনঃ বিটকয়েন কী এবং আবিষ্কার ইতিহাস

ব্লকচেইন প্রযুক্তি কিভাবে কাজ করে?

ব্লকচেইন একটি ওপেনসোর্স পদ্ধতি। এটা নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। আর প্রতিটি ব্লক একে-অপরের সাথে সংযুক্ত থাকে বলে ব্লকচেইন এত নিরাপদ একটি পদ্ধতি। ব্লকচেইন বুঝতে নিচের ছবিটি খেয়াল করুন।

ব্লকচেইন টেকনলজি কিভাবে কাজ করে

প্রতিটি ব্লকে ডেটা বা তথ্য থাকে, আর সেই ডেটা থেকে থেকে একটি হ্যাশ (Hash) তৈরি হয়। প্রতিটি ব্লকের হ্যাশ ইউনিক বা অদ্বিতীয়। অর্থাৎ একটি ব্লকের হ্যাসের সাথে অন্য একটি ব্লকের হ্যাশ কখনো মিলবে না। ব্লকের হ্যাশকে মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করা যেতে পারে। পৃথিবীর প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা, ঠিক তেমনি প্রতিটি ব্লকের হ্যাশ আলাদা। আবার একটি ব্লকে তার আগের ব্লকের হ্যাশ যুক্ত হয়। উপরের ছবিতে খেয়াল করুন, Block1 এর হ্যাশ পরবর্তী ব্লকে যুক্ত হয়েছে, আবার Block2 এর হ্যাশ পরবর্তী ব্লক অর্থাৎ Block3 তে যুক্ত হয়েছে। এভাবেই প্রতিটি ব্লকের হ্যাশ পরবর্তী ব্লকের সাথে যুক্ত থাকে বলে ব্লকচেইন সিস্টেম হ্যাক করা প্রায় অসম্ভব।

ব্লকচেইনের বিষয়টি পরিষ্কার করার জন্য চলুন একটা উদাহরণের মাধ্যমে বুঝা যাক। ধরুন, আপনি এবং আপনার বন্ধু রহিম উভয়ে ব্লকচেইন সিস্টেম ব্যবহার করেন। এখন আপনি রহিমকে ব্লকচেইনের মাধ্যমে ৫০০ টাকা পাঠাতে চাচ্ছেন। যখন আপনি আপনার বন্ধুকে ৫০০ টাকা পাঠাবেন এই তথ্যটা শুধু আপনার আর আপনার বন্ধুর মাঝে গোপন থাকবে না। উক্ত ব্লকচেইন নেটওয়ার্কে যত কম্পিউটার যুক্ত থাকবে, সবগুলো কম্পিউটারে আপনাদের টাকা (বা তথ্য) আদান-প্রদানের তথ্য চলে যাবে। সুতরাং কেউ যদি আপনার বা আপনার বন্ধু, রহিমের অ্যাকাউন্ট হ্যাক করে ডেটা পরিবর্তন, নষ্ট করতে চাই তাহলে সে পারবে না। কারণ, আপনাদের ট্রানজেকশনের তথ্য অন্যদের অ্যাকাউন্টে (কম্পিউটার) আছে। হ্যাকারের পক্ষে সবগুলো অ্যাকাউন্ট থেকে ডেটা মুছে ফেলা অসম্ভব।

ব্লকচেইন কোন সেক্টরে ব্যবহার করা হয়?

বর্তমানে ব্লকচেইন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফাইন্যান্স সেক্টরে। বিটকয়েন লেনদেন হয় ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। ২০০৯ সালের ৩রা জানুয়ারি তারিখে সাতোশি নাকামতো ও হেল ফেনি সর্বপ্রথম ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে বিটকয়েন বা বিটিসি লেনদেন করেন। শুধু ফাইন্যান্স সেক্টরে না বর্তমানে প্রায় সকল ক্ষেত্রেই ব্লকচেইনের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশও ইতমধ্যে ব্লকচেইন টেকনোলজি ব্যবহারের জন্য কাজ শুরু করে দিয়েছে।

মন্তব্যসমূহ